Loading
মা ও মেয়ে

মা ও মেয়ে
সুশান্ত নন্দী
_____________

মেয়ে:এই তো আমার দুস্টুমি আর
এই তো ছোট্ট বেলা,
দিনভর বকছো কেবল
করতে কি নেই খেলা?

মা:হঠাৎ করে উল্টে পড়ে
ডিগবাজিটা খেয়ে,
হুটোপুটি করছো ভীষণ
অসকারাটা পেয়ে।

মেয়ে:শৈশবে তো হবেই এসব
তুমিও এমন ছিলে,
বলতে পারো কেমন ছিল
ছোট্ট বেলার বিলে?

মা:এসব কথা রাখো এখন
তর্ক করা বারণ,
মাঝে মধ্যেই হচ্ছো তুমি
দুশ্চিন্তার কারণ।

মেয়ে:একটা কথা বলি মাগো
কোথায়-বা যাব বলো,
তুমিও তো বলতে পারো
বেড়িয়ে আসি চলো।

মা:পড়াশুনায় মন দাওগে
নাচ,গান বা আঁকা,
প্র্যাকটিসটা সেরেই ফেলো
সময় কোথায় ফাঁকা?

মেয়ে:মাগো আমার ইচ্ছে করে
বন্ধুদের-ই সাথে,
গোল্লাছুট খেলি আমি
হাতটা রেখে হাতে।

মা:এইতো সময় জীবন গড়ার
তাইতো করি মানা,
এখন তোমার কাজই শুধু
বড়দের কথা শোনা।

মেয়ে:এমনতরো একঘেয়েমি
ভাল্লাগে না মোটে,
কেন সবাই মিছি মিছি
আমার পিছন ছোটে?

মা:এমন কথা বলতে মানা
মানুষ হতে হবে,
এটাই তো শেখার বয়স
জানবে তবে কবে?

মেয়ে:ছোট্ট বলে আমার কেন
ইচ্ছে হতে নেই?
দুস্টুমিটা করলে পরে
থামাও বকাতেই।

মা:নিয়ম মাফিক করলে কাজ
অনেক সময় পাবে,
তখন তোমার খেলা ধুলা
ইচ্ছে পূরণ হবে।

মেয়ে:আচ্ছা মাগো,শুনবো সবই
যা বলবে হেসে,
পড়ার শেষে হারিয়ে যাব
রূপকথারই দেশে।

মা:পড়ার সময় পড়তে হবে
খেলার সময় খেলা,
ছুটির দিনে তোমায় নিয়ে
যাব রথের মেলা।