বিয়ের চিঠি
___________
সুজনেষু,
আমাদের চিলেকোঠার ফটক পেরিয়ে একচিলতে উঠোন জুড়ে ছিল যে একরত্তি শিশুটির খেলার মাঠ; ছোট ছোট ব্যাট বল আর ব্যাডমিন্টন নিয়ে শৈশব পেরোনো ওই দামাল শিশু আজ একজন পরিপূর্ণ যুবক হয়ে উঠেছে। খেলা খেলা আর ছেলেবেলার স্মৃতি পেরিয়ে নতুন স্বপ্নের ভাবনায় পৌঁছে যাচ্ছে ওর অনুভব। নতুন সম্পর্কের আবহে বদলে যাচ্ছে যেন এক বিস্তীর্ণ অধ্যায়। আমাদের অনেক স্বপ্ন পূরণের সাক্ষী সেই ছেলে এবার অভিষিক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়ে। পরম্পরার সূত্র ধরে হাত রাখছে নতুন হাতে। জীবন সঙ্গিনীর সঙ্গে শুরু করছে একসাথে পথ চলা। সানাই সুরের সেই অভিষেক বার্তা পৌঁছে দিলাম আপনার/ আপনাদের কাছে। আগামী 4 ফেব্রুয়ারি'২১ শীত সন্ধ্যার প্রীতি সম্মেলনে আপনার / আপনাদের আন্তরিক উপস্থিতিতে মুখরিত হয়ে উঠুক এই আনন্দসন্ধ্যা। আসবেন কিন্তু....
শুভকামনা সহ..
মানিক দত্ত
অর্পিতা দত্ত