Loading
তোমাদের বলছি আমি অরণ্য...

তোমাদের বলছি আমি অরণ্য...
সুশান্ত নন্দী
_____________

সব জেনেও আমরা কেন
দূষণ জুড়েই থাকি,
আচ্ছা তবে সবুজটাকে
বলো কোথায় রাখি?

প্লাস্টিকের দূষণ যদি
সরিয়ে নেওয়া যায়,
এই পৃথিবী সেসব থেকে
তবেই রক্ষা পায়।

কোথায় এখন সেই কনসার্ট
কুহু কুহু রব,
কংক্রিটের ওই জঙ্গলেতে
হারিয়ে গেছে সব।

জল দূষণ,বায়ু দূষণ
দৃশ্য দূষণ হলে,
নিঃস্ব হবে এই বিশ্ব
ডুববে অথৈ জলে।

এসো লাগাই চারাগাছ
বৃক্ষ হবে যদি,
বৃষ্টি ধারায় নাচবে তখন
স্রোতস্বিনী নদী।

অরন্যানি দুলবে দোদুল
জল ও হাওয়ার দেশে,
দূষণ সরাও বসুন্ধরা
সবুজ সেনার বেশে।

স্বপ্ন নিয়ে সূর্যোদয়ে
জাগবে পাহাড়তলী,
বনমহলে রং ছড়াবে
ফুল বাগানের ওলি।

পরিবেশটা দূষিত হলে
হারিয়ে যাব বুঝি,
আমরা তো বাঁচার তরেই
একটু জীবন খুঁজি।

অরণ্যরা মিছিল করে
মনের দরজা খুলে,
বাঁচলে ওরা বাঁচবে তুমি
বাঁচবে ফলে ফুলে।।