একটু রক্তের জন্য ...
সুশান্ত নন্দী
____________
(১)
প্রতিটি বিন্দুর মধ্যে লেখা থাকে বিমুর্ত জীবন
(২)
প্রবাহ থেমে গেলেও তুমি নিশ্চুপ থাকো কেন
(৩)
তোমার রক্ত মৃত্যুর দিকে হেঁটে যাওয়া মানুষকেও ফেরাতে পারে
(৪)
তুমি চলে গেলেও রক্তের ঋণ থেকে যাবে
(৫)
একটু রক্তের জন্য তুমি কখনো নিঃস্ব হতে পারো না
(৬)
অজস্র রক্তপাত হয়েছিল বলেই তুমি স্বাধীন
(৭)
তোমরা একটু রক্ত দিলে আগামীর স্বপ্ন দেখবে আমার ভারত বর্ষ
(৮)
একটি মুমূর্ষু মানুষ মাথা তুলে বলতে চেয়েছিল
"রক্ত দান জীবন দান"
(৯)
আমার দুফোঁটা রক্ত মুছে দিতে পারে তোমার আর্তনাদ
(১০)
অজস্র রক্তবিন্দু মিলিত হলে মৃত্যুর কাছাকাছি গিয়েও সভ্যতা দাঁড়িয়ে যায়